আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালের প্রতিশোধ নিলো কলম্বিয়া

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিলো কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার জয় তাদের ২-১ ব্যবধানে। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বাদশ ম্যাচে থেমে গেলো অজেয় যাত্রা।
দুই মাস আগে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনাল হেরে ২৩ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর সুযোগ হারায় কলম্বিয়া। ২৮ ম্যাচ অজেয় থাকার রেকর্ডে ছেদ পড়ে। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই ম্যাচে প্রতিশোধের সংকল্প নিয়েই ঘরের মাঠে মেসিবিহীন আর্জেন্টিনার মোকাবেলায় নামে তারা।
ম্যাচের ২৫ মিনিটে এগিয়েও যায়। হামেস রদ্রিগেসের ক্রসে হেডে জাল কাঁপান ইয়ারসন মসকুয়েরা। প্রথমার্ধে সুবিধা করতে না পারা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সমতায় ফেরে। রদ্রিগেসের ভুল পাস থেকে নিকোলাস গঞ্জালেস বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। ১২ মিনিট পর আবার এগিয়ে যায় কলম্বিয়া। ডি-বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে কলম্বিয়ার দানিয়েল মুনেস পড়ে গেলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি।
সফল স্পট কিক নেন রদ্রিগেজ। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে প্রতিশোধের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ৮ খেলায় কলম্বিয়া ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে কমিয়ে আনলো। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এটি বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় হার। প্রথম হারটি হয়েছিলো গত বছর নভেম্বরে উরুগুয়ের কাছে ২-০ গোলে।
বিভি/এজেড
মন্তব্য করুন: