• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আড়াই দিনের টেস্টেও হারতে হলো টাইগারদের 

প্রকাশিত: ১৪:৩৯, ১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
আড়াই দিনের টেস্টেও হারতে হলো টাইগারদের 

ছবি: জয়ের পথে জয়সওয়ালের ব্যাটিং

কানপুরে সিরিজের শেষ টেস্ট অনেকটা লজ্জাজনকভাবেই হারলো বাংলাদেশ। নিশ্চিত ড্র হওয়া ম্যাচও শেষমেশ হারতে হলো তাদের। ভারতের বিপক্ষে তারা হেরেছে ৮ উইকেটে। 

পঞ্চম দিনের শুরুতা ভালোই করেছিল বাংলাদেশ দল। মুমিনুল আউট হলেও ওপেনার সাদমান ইসলামকে নিয়ে একটি বেশ ভালো জুটি গড়েন।  তবে দলীয় ৯১ রানে ৩৭ বলে ১৯ রানে আউট হন শান্ত। তবে ৬৭ বলে ফিফটি তুলে নেন সাদমান। ফিফটির পর পরই আউট হন এই টাইগার ওপেনার। ১০১ বলে ৫০ রানে সাজঘরে ফিরে যান তিনি। 

এরপরই উল্টে যেতে থাকে পাশার দান। তাসের ঘরের মতো বিখরে যেতে থাকে টাইগারদের ব্যাটিং লাইনআপ। লিটন দাস ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন মুশফিক। সব মিলিয়ে মোটে ৯৫ রানের লিড নিতে পারে বাংলাদেশ। 

বাংলাদেশের দেয়া ৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে রোহিত শর্মা এবং শুবমান গিলের উইকেট হারালেও ৭ উইকেটের জয় নিয় মাঠ ছাড়ে ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2