খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল
দীঘিনালা জোনের বিদায়: ফাইনাল খেলবে মহালছড়ি-মারিশ্যা

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে দীঘিনালা জোনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মহালছড়ি জোন। এর আগে গতকাল শনিবার লংগদু জোনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছিল মারিশ্যা জোন।
আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার মহালছড়ি জোন ও মারিশ্যা জোনের মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠিত কাঙ্খিত ফাইনাল খেলা।
রবিবার পড়ন্ত বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে মহালছড়ি জোন ও দীঘিনালা জোনের মধ্যে অনুষ্ঠিত খেলাটি প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে মহালছড়ি জোন পর পর দুই গোল করে এগিয়ে। শেষ মহূর্ত্বে দীঘিনালা আরো একটি গোল করে গোলের ব্যবধান কমায়।
খেলা উপভোগ করতে আজও বিপুল সংখক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মহালছড়ি জোনের মাচিং মারমা।
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে অনূর্ধ্ব-২০ দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আসিফ ভূঁইয়া ও সাফ জয়ী কৃতি নারী ফুটবলার মণিকা চাকমাকে সংবর্দনা দেওয়া হবে।
গত ২৩ নভেম্বর “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি” এ শ্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্টের শুরু হয়।
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে মিডিয়া পার্টনার বাংলাভিশন।
বিভি/এজেড
মন্তব্য করুন: