• NEWS PORTAL

  • বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হবে বার্সা-রিয়ালের লড়াই 

প্রকাশিত: ১২:০৪, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:২১, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হবে বার্সা-রিয়ালের লড়াই 

প্রত্যাশা মতোই বছর শুরুর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা মিলছে বার্সেলোনা-রিয়াল 'ক্ল্যাসিকো' লড়াই। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় মাদ্রিদ জায়ান্টরা। রবিবার হবে শিরোপার লড়াই। 

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে যথারীতি আক্রমণাত্মক ফুটবলেই খেলা শুরু করে রিয়াল। একের পর এক পরীক্ষা দিতে থাকেন মায়োর্কার গোলরক্ষক দোমিনিক গ্রেইফ। স্লোভাক গোলরক্ষকের অসামান্য দৃঢ়তায় লুকাস ভাসকেস, রদ্রিগো, অহেলিয়া চুয়ামি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহামরা প্রথমার্ধে গোল এনে দিতে পারেননি রিয়ালকে। দ্বিতীয়ার্ধে 'ডেডলক' ভাঙ্গেন বেলিংহাম। 

৬৩ মিনিটে ভিনিসিউসের ক্যাটব্যাকে রদ্রিগোর হেড পোস্টে লাগলে ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট গ্রেইফ রুখে দিলেও বেলিংহামের গড়ানো শট আটকাতে পারেননি। রিয়ালের জার্সিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তরুণ ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ৯টি। ৭৬ মিনিটে ভিনিসিউস ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে রদ্রিগোর শট ফেরান গ্রেইফ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন হয় রিয়ালের। এর তিন মিনিট পর ভাসকেসের ক্রস থেকে রদ্রিগো স্কোরলাইন ৩-০ করে নিজের ২৪তম জন্মদিনটা গোলে উদযাপন করেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2