বড় টার্গেট দিয়েও সিলেটের কাছে হারলো ঢাকা!
ছবি: লিটন দাসের একটি দৃষ্টিনন্দন শট
সিলেটের বিপক্ষে ১৯৪ রানের বড় লক্ষ্য দিয়েও জয়ের দেখা পেলো না ঢাকা ক্যাপিটালস। ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এর মধ্য দিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেলো দলটি, আর টানা ষষ্ঠ হারের স্বাদ নিলো চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৪২ রানে ৩ উইকেট খুইয়ে বসে সিলেট। তবে দুইশর বেশি স্ট্রাইকে ব্যাট করে সিলেটের তরী ভাসিয়ে রাখেন উইকেটকিপার-ব্যাটার জাকির হাসান। ৭ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে সিলেটের জয়ের ভিত রচনা করে দেন তিনি।
এর সঙ্গে শেষদিকে রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪) এবং আরিফুল হকের (১৫ বলে ২৮*) ছোট তবে কার্যকরী ইনিংসগুলোতে চড়ে জয়ের দেখা পেয়ে যায় চায়ের দেশের দলটি। ঢাকার পক্ষে ফরমানউল্লাহ এবং শুভম রঞ্জনে দুটি করে উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি।
এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানকে (৬) হারায় দলটি। সে ধাক্কার পরই শুরু হয় লিটন-মুনিমের তাণ্ডব। দ্বিতীয় উইকেটে তারা দুজন মিলে ৮৮ বলে তুলেছেন ১২৯ রান।
১৬তম ওভারে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৪৩ বলে ১০ চার এবং ১ ছক্কায় ৭৩ রান করেন লিটন। এখন পর্যন্ত চলটি বিপিএলে এটাই তার সর্বোচ্চ ইনিংস। এই ওপেনারকে সঙ্গ দেওয়া মুনিম শাহরিয়ার ৪৭ বলে করেছেন ৫২ রান। তার ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার।
শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ এবং অধিনায়ক থিসারা পেরেরার ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা ১৮ রানের দুটি ক্যামিওতে ১৯৩ রানে পৌঁছায় ঢাকার ইনিংস।
বিভি/এমআর
মন্তব্য করুন: