ব্রাইটনের কাছে মাঠের লড়াইয়ে আবার হোঁচট খেলো চেলসি

ব্রাইটনের কাছে আবারো হারলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-০ গোলে জয় পায় সিগালরা।
এক সপ্তাহ আগে আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ব্রাইটনের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছিল চেলসি। ইপিএলে প্রতিশোধের ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেলতে থাকে অলব্লুজরা। কিন্তু তাদের আক্রমণ গুলো জোরালো ছিলোনা। উল্টো ম্যাচের ২৭ মিনিটে চেলসির রক্ষণে ভাঙন ধরায় ব্রাইটন। জাপানিজ ফরোয়ার্ড মিতোমার কাট শটে বল জড়ায় জালে। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও ব্যর্থ হয় চেলসি।
৩৫তম মিনিটে অধিনায়ক এঞ্জো ফের্নান্দেজ হেড বল পাঠান প্রতিপক্ষের জালে। ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানকে ধাক্কা দেওয়ার শাস্তি পান ফের্নান্দেজ, বাতিল হয় গোল। পাল্টা আক্রমণে সিগালদের ব্যবধান দ্বিগুন করেন ইয়ানকুবা মিনতেহ। বিরতির পর আবারো কুকুরেল্লাকে বোকা বানান এই ফরোয়ার্ড। ৩-০তে লিড হয় ব্রাইটনের।
শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির কাছে মাঠের লড়াইয়ে হোঁচট খেতে হয় চেলসিকে। ব্যবধান আরো বাড়তে পারতো ব্রাইটনের। তবে লক্ষ্যভ্রস্ট হয় দুইটি ভালো সুযোগ। অলব্লুজদের কাঁদিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। এই পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চারেই থাকলো চেলসি। ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ব্রাইটন।
বিভি/এসজি
মন্তব্য করুন: