• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাহিদ রানাকে ঘিরে বিদেশি গণমাধ্যমের আগ্রহ, প্রশ্নবাণে শান্ত

প্রকাশিত: ১৭:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
নাহিদ রানাকে ঘিরে বিদেশি গণমাধ্যমের আগ্রহ, প্রশ্নবাণে শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইতে এখন বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ (বুধবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নড়বড়ে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয়, তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস ব্যাটারি। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা।

তবে আজকের সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেনসেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। সকল প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত।

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রানা যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

সবশেষ নাহিদ রানা বিপিএলে টানা ম্যাচ খেলেছেন। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। 
অধিনায়ক শান্ত মনে করেন বর্তমানে ঠিক আছেন রানা।

তিনি বলছিলেন, ‘রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও ও ট্রেইনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’

রানার প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা আমি পছন্দ করি। আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩ জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।’
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2