• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হৃদয়-জাকেরের বীরত্বে মান বাঁচলো বাংলাদেশের 

প্রকাশিত: ১৮:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
হৃদয়-জাকেরের বীরত্বে মান বাঁচলো বাংলাদেশের 

দলীয় ৩৫ রানের মধ্যেই নেই ৫ উইকেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এমন অবস্থায় যখন থমকে ছিল টিম টাইগার্সের ইনিংস, ঠিক তখনই মনে হচ্ছিল হয়ত একশোও পেরোতে পারবে না বাংলাদেশ। তবে বিধি বাম। দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের ১৫৪ রানের রেকর্ড গড়া জুটিতে ২২৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা। এরপরই অনিককে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েন হৃদয়। জাকের ব্যক্তিগত ৬৮ রানে আউট হলেও নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলেন হৃদয়। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা ইনিংস। ১১৮ বলে ১০০ রানের এক দারুণ ইনিংস খেলেন তিনি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ শামি। এছাড়া হার্শিত রানা ৩ এবং অক্ষর প্যাটেল নিয়েছেন ২ উইকেট।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2