• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রোটিয়াদের দেওয়া বড় টার্গেটে চাপে আফগানিস্তান

প্রকাশিত: ২১:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
প্রোটিয়াদের দেওয়া বড় টার্গেটে চাপে আফগানিস্তান

ছবি: ক্রিকইনফো

করাচিতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে আফগানিস্তান। দলীয় ৪০ রানের মধ্যে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহীম জাদরানের উইকেট হারায় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার শেষে দলটির সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। স্পোর্টিং উইকেটে আফগানিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করানো যে তাদের লক্ষ্য ছিল সেটি বলার অপেক্ষা রাখে না। রিকেল্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করামের ফিফটিতে নিজেদের লক্ষ্যে অনুযায়ী ভালো স্কোরই গড়েছে প্রোটিয়ারা।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিটা অবশ্য বড় হয়নি দক্ষিণ আফ্রিকার। ষষ্ঠ ওভারেই মোহাম্মদ নবির বলে ভাঙে ২৮ রানের ওপেনিং জুটি। ১১ রানে ফেরেন টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে আর পেছনে তাকাতে হয়নি। বাভুমা ও রিকেল্টনের ১২৯ রানের জুটিতে ১৫০ পেরিয়ে যায় তারা। ২৯ তম ওভারে এবারও আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন নবি। ৭৬ বলে ৫৮ রানে ড্রেসিংরুমে ফেরান বাভুমাকে।

বাভুমা ফিরলেও রিকেল্টন তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। ৩৬ তম ওভারে রশিদ খানের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ফিরতি বক্সে ঢোকার সুযোগ পাননি এই বাঁহাতি ব্যাটার। রিকেল্টনের ব্যাট বল মিস করায় স্ট্যাম্পিং করতে কোনো ভুল করেননি উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। ১০৬ বলে ১০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।

বাভুমার পর চার ও পাঁচ নম্বরে নামা ডুসেন ৪৬ বলে ৫২ ও মার্করাম ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। যার সৌজন্যে দক্ষিণ আফ্রিকা পায় ৬ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর। ৫১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন আফগানিস্তানে নবি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2