• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাঁটুর চোটে উয়েফায় খেলা নিয়ে শঙ্কায় হালান্ড

প্রকাশিত: ১২:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
হাঁটুর চোটে উয়েফায় খেলা নিয়ে শঙ্কায় হালান্ড

ফাইল ছবি

আর্লিং হালান্ডের চোটের বিষয়ে শুরুতে ‘গুরুতর কিছু নয়’ বলা হলেও, তার অনুপস্থিতির সময় হয়তো আরও বাড়ছে। লিভারপুলের বিপক্ষে আসছে ম্যাচেও নরওয়ের তারকার খেলার জোরালো সম্ভাবনা দেখাতে পারলেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

নিউক্যাসলের বিপক্ষে গত শনিবার লীগ ম্যাচের শেষ দিকে হাঁটুতে চোট পান হালান্ড। ৪-০ গোলে জেতা ওই ম্যাচের ৮৮ মিনিটে মাঠ ছেড়েছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার। চোটের জন্য এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফিরতি লেগ প্লে-অফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সিটির ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচের স্কোয়াডে থাকলেও খেলেননি হালান্ড। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) লিভারপুলের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ন ম্যাচ খেলতে নামছে সিটি। লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে গত চারবারের চ্যাম্পিয়ন দলটির। তবে টেবিলের শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করতে তাদের ছন্দে ফেরা গুরুত্বপূর্ণ। 

এমন অবস্থায় দলের সেরা স্কোরারকে ফিরে পাওয়া খুবই জরুরি কোচ পেপ গার্দিওলার। তবে চলতি লিগে ১৯ গোল করা হালান্ডকে নিয়ে তেমন সুখবর দিতে পারেননি সিটি কোচ। বরং, শুক্রবার সংবাদ সম্মেলনে আরেকটি দুঃসংবাদ দিয়েছেন গার্দিওলা। জানিয়েছেন, ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার জন স্টোন্স। রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই ইংলিশ তারকা। অস্ত্রোপচার লাগতে পারে তার। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2