বেলিংহামের শাস্তি মওকুফের আবেদন বাতিল

ফাইল ছবি
জুড বেলিংহামের দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি বলবৎ রেখেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। ইংলিশ মিডফিল্ডারের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছিলো তার ক্লাব রিয়াল মাদ্রিদ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শুনানি শেষে সেই আবেদন বাতিল হয়ে যায়।
লা লিগায় ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বেলিংহাম। রেফারিকে বাজে মন্তব্য করেন বলে ম্যাচ শেষে রিপোর্টে উল্লেখ করেন ম্যাচ পরিচালনাকারী রেফারিরা। যার পরিপ্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তার এই লাল কার্ড ও দুই ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় রিয়াল। এমনকি লা লিগা থেকেও বের হয়ে যাওয়ার হুমকি দেয়। একই সঙ্গে বেলিংহামের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপিল আবেদন জমা দেয়।
শুক্রবার শুনানি শেষে ফেডারেশন তা খারিজ করে দেয়। আপিল কমিটি তাদের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলে যে, মাদ্রিদ পর্যাপ্ত পরিমাণে প্রমাণপত্র হাজির করতে পারেনি। যেটা রেফারির রিপোর্টকে ভুল প্রমাণ করতে পারে। শাস্তি বলবৎ থাকায় রিয়ালের দুই ম্যাচে জিরোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না বেলিংহাম। ২১ বছরের এই ইংলিশ মিডফিল্ডার চলতি মৌসুমে ২০ লীগ ম্যাচে গোল করেছেন সাতটি। অ্যাসিস্ট তার ছয়টি।
বিভি/এসজি
মন্তব্য করুন: