• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে রিয়ালের সেবাইয়োস 

প্রকাশিত: ১১:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে রিয়ালের সেবাইয়োস 

ছবি: সংগৃহীত

মৌসুমের শেষভাগে এসে আরেক বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মাদ্রিদ জায়ান্ট ক্লাবটির ২৮ বছরের সেন্ট্রাল মিডফিল্ডার দানি সেবাইয়োস। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ কোপা দেল রে'র প্রথম লেগ সেমিফাইনালে এই চোট পান সেবাইয়োস। এন্দ্রিকের গোলে রিয়ালের ১-০'তে জেতা ম্যাচের পুরোটা সময়ই খেলেন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার। তবে মাঠ ছাড়ার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। 

পরীক্ষা-নিরীক্ষার পর মাদ্রিদ জায়ান্ট ক্লাবটি জানিয়েছে, বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সেবাইয়োস। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। 

চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলা সেবাইয়োস গত কয়েক সপ্তাহ ধরে কার্লো আনচেলত্তির দলের শুরুর একাদশে নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে হারাতে হচ্ছে রিয়ালকে। লীগ শিরোপা ধরে রাখার অভিযানে থাকা রিয়াল আগামী শনিবার রিয়াল বেতিসের মাঠে খেলবে। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং ইউরোপ চ্যাম্পিয়নরা। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2