চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট
সেমিফাইনালে অস্ট্রেলিয়া; বাদ পড়ার শঙ্কায় আফগানিস্তান

লাহোরে বৃষ্টির কারণে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত; সেমিফাইনালে উঠলো অস্ট্রেলিয়া; বাদ পড়ার শঙ্কায় আফগানিস্তান। আফগানিস্তানের দেওয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভার তিন বলে এক উইকেটে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।
আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো শেষ চার।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো অন্তত একটি পয়েন্ট। টস জিতে ব্যাটিংয়ে নামেন আফগানরা। দলের তিন রানে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। আগের ম্যাচে ১৭৭ রান করা ইব্রাহিম জাদরান আউট হয়েছেন ২২ করে। সাদিকউল্লাহ ফিফটি পেলেও বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি থেকে। তার ব্যাট থেকে এসেছে ৮৫। এরপর, আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬৭ রানে আফগানিস্তান ইনিংস শেষ করেছে ২৭৩ রানে।
জবাবে শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং অজিদের। উদ্বোধনী জুটি ৪৪ রানের। ১৫ বলে ২০ রান করে সাঁজঘরে ফেরেন ম্যাথু শর্ট। তার সঙ্গী ট্রাভিস হেড পেয়েছেন হাফসেঞ্চুরি। ৪০ বলে তার নামের পাশে অপরাজিত ৫৯ রান। স্টিভ স্মিথ অপরাজিত ১৯ রানে।
অস্ট্রেলিয়া ১০৯ রান তোলার পর বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হয়। তিন ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে অজিরা। কাগজে কলমে সুযোগ থাকলেও, শেষ চারে যাওয়া অনেকটাই কঠিন আফগানদের। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারতে হবে দক্ষিণ আফ্রিকার।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: