• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিফার বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা  

প্রকাশিত: ১৮:৪৬, ৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ফিফার বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা  

ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের জন্য ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যার নেতৃত্বে থাকছেন যথারীতি লিওনেল মেসি। 

আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে উরুগুয়েকে মোকাবেলা করে ২৬ মার্চ ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ম্যাচের জন্য কোচ স্কালোনির সোমবার (৩ মার্চ) ঘোষিত ৩৩ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন বেশ কজন তরুণ তুর্কি। তাদের মধ্যে অন্যতম ক্লদিও এচেভেরি। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলার পর সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ১৯ বছরের এই স্ট্রাইকার। 

অন্য তিন জন হলেন কোমোর ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস পাজ এবং বোলোগনার ২১ বছরের উইঙ্গার বেঞ্জামিন ডমিঙ্গেজ ও ২০ বছরের ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ১০ দলের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে শেষ হয়েছে ১২ রাউন্ডের খেলা। তাতে স্কালোনি-মেসির আর্জেন্টিনা আট জয়, এক ড্র ও তিন হারে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে উরুগুয়েকে ৫ পয়েন্ট দূরে রেখে। সমান খেলায় পাঁচ জয়, তিন ড্র ও চার হারে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2