১০ জন নিয়েও জয় বার্সার

বেনফিকার মাঠে ১০ জনের দল নিয়েও জিতলো বার্সেলোনা। বুধবার (৫ মার্চ) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে কাতালান জায়ান্টদের জয় ১-০ গোলে। ৬১ মিনিটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।
স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে শীর্ষে ফেরা বার্সা প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২২ মিনিটে হোঁচট খায়। তরুণ স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি বেনফিকার ভেনগেলিস পাভলিদিসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেলেও হাল ছাড়েনি হ্যান্সি ফ্লিকের দল। অবসর ভেঙে বার্সার জার্সি পরা পোলিশ গোলরক্ষক উজচেখ শেসনি এই প্রতিকূল সময়ে কাতালান জায়ান্টদের ম্যাচে ধরে রাখেন। ৬১ মিনিটে তারই পুরস্কার পায় বার্সা।
বেনফিকার বক্স থেকে ভুল পাসে বল ধরে নীচু শট নেন রাফিনিয়া। বল বেনফিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বা-পাশের পোস্ট দিয়ে জালে জড়ায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। তবে রাফিনিয়ার গোলে দল জিতলেও বার্সার নায়ক আসলে শেসনি। ম্যাচে সব মিলিয়ে আটটি সেভ করেন ৩৪ বছরের এই গোলরক্ষক। যার মধ্যে পাঁচটিই দ্বিতীয়ার্ধে। সারা ম্যাচে গোলের জন্য মাত্র দুটি শট নিয়েছে বার্সা।
বিভি/এসজি
মন্তব্য করুন: