• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৭ মাস পর দলে ফিরলেন নেইমার 

প্রকাশিত: ১২:১৪, ৭ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
১৭ মাস পর দলে ফিরলেন নেইমার 

ফাইল ছবি

ব্রাজিলের জার্সিতে নেইমারের খেলার অপেক্ষার অবসান হলো। ইনজুরিতে প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ডাক পেয়েছেন ৩৩ বছরের তারকা ফুটবলার। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ কলম্বিয়া ও ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। 

প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। ব্রাজিল দলের সেরা এই তারকা দেশের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান। পিএসজি ছেড়ে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু ওই চোটে দলটির হয়ে দেড় বছরে কেবল সাতটি ম্যাচ খেলতে পারেন। 

গত জানুয়ারির দল বদলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরোনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন ৩৩ বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। সাও পাউলোর ক্লাবটিতে এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার বিশ্বকাপ খেলছেন তিনটি। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পারফরম্যান্স অবশ্য সুখকর নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2