লিড নিয়েও জয়ে ব্যর্থ রোনালদোর আল-নাসর

লিড নিয়েও সৌদি প্রো লিগে জিততে পারলোনা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। রিয়াদে আল শাবাবের সাথে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যায় আল-শাবাব। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন আব্দেররাজাক হামদাল্লাহ। পিছিয়ে পড়ে দ্রুতই ঘুরে দাঁড়ায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া সমতা এনে দেন দলকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে আল নাসর সমর্থকরা আরো একবার উল্লাসে মেতে ওঠে। এবার প্রতিপক্ষের জালে বল জড়ান সি আর সেভেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২-১ এ লিড নেয় আল নাসর।
বিরতির পর ১০ জনে নেমে আসে দলটি। সরাসরি লাল কার্ড পান মোহাম্মদ আল ফাতিল। মোহাম্মদ আল শোয়েরেখ কর্নার থেকে হেডে আল নাসরের গোলরক্ষককে পরাস্ত করেন। সমতা আনে আল-শাবাব। ২-২ এ শেষ হয় ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুইদল।
এই ম্যাচে ক্যারিয়ারে ৯২৬তম গোলটি করেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি প্রো লিগে বাজে সময় কাটছে আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সাথে পয়েন্ট ব্যবধান ১০। ফলে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের। টেবিলের সাতে অবস্থান আল-শাবাবের।
বিভি/এসজি
মন্তব্য করুন: