এএফসি চ্যাম্পিয়ন্স লীগ
এস্তেঘলালকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে রোনালদোর আল-নাসর

ফিরতি লেগে ইরানের ক্লাব এস্তেঘলালকে উড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-নাসর। সোমবার (১০ মার্চ) রিয়াদে সৌদি ক্লাবটির জয় ৩-০ ব্যবধানে। কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরানের জোড়া গোলের মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন।
তেহরানে গত সপ্তাহে এস্তেঘলালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফিরেছিলো আল নাসর। তাই রিয়াদে ফিরতি লেগে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে রোনালদোরা। এই রিয়াদেই গত শুক্রবার আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সৌদি প্রো লিগে চতুর্থ স্থানে নেমে যাওয়া আল-নাসর এদিন নবম মিনিটেই এগিয়ে যায়। গোলরক্ষকের ভুল পাস ধরে বল জালে পাঠান কলম্বিয়ার তরুণ ফরোয়ার্ড জন ডুরান। গোল করে আক্রমনের ধার আরও বাড়ায় স্বাগতিকরা।
২৭ মিনিটে রোনালদো স্পট কিকে ব্যবধান বাড়ান। ৪০ বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টারের ব্যাক হিল পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিতে গিয়ে সাদিও মানে ফাউলের শিকার হন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে মেহরান আহমাদির লাল কার্ডে ১০ জনের দল হয়ে যায় এস্তেঘলাল। বল দখলের সময় মোহম্মেদ আল ফাতিলের মুখে ইরানিয়ান মিডফিল্ডারের কনুইয়ের আঘাত লাগে। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আল নাসর। ৮৪ মিনিটে ডুরান ম্যাচে তার দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ৩-০'তে জয়োৎসব করান।
বিভি/এসজি
মন্তব্য করুন: