উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ
শেষ ষোলোয় মুখোমুখি হবে বার্সেলোনা-বেনফিকা

ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় আজ (মঙ্গলবার) বার্সেলোনা-বেনফিকা ফের লড়াই। বেনফিকার মাঠে প্রথম লেগ ১-০ গোলে জয়ে অলিম্পিক স্টেডিয়ামে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে কাতালান জায়ান্টরা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলোয় ওঠে বার্সা। হার দিয়ে আসর শুরু করে টানা ছয় জয়ের পর শেষ ম্যাচ ড্র করে কাতালান জায়ান্টরা। শেষ ষোলোয় পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২২ মিনিটে ১০ জনের দল হয়ে যায় বার্সা। ফাউল করে লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্স। এরপর ৬১ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়ার গোল করে জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির।
স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের দাবি তোলা হ্যান্সি ফ্লিকের দল এবার আতিথেয়তা দেবে বেনফিকাকে। অলিম্পিক স্টেডিয়ামে সব দিক বিবেচনায় পর্তুগিজ ক্লাবটিকে সত্যিকার অর্থেই কঠিন পরীক্ষা দিতে হবে। সেটা জেনে ও মেনেও স্বাগতিকদের এত সহজে ছেড়ে দিতে নারাজ বেনফিকার ডফিল্ডার ফ্রেডরিক অর্সনেস। নরওয়ের এই তারকা মিডফিল্ডার জানিয়েছেন, বার্সার মাঠে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। সেই আশা নিয়েই অলিম্পিক স্টেডিয়ামে খেলতে নামবে দল। প্লে-অফ রাউন্ডে ফরাসি ক্লাব মোনাকোর মাঠে ১-০ গোলে জিতে ঘরের মাঠে ৩-৩'এ ড্র করেছিলো বেনফিকা।
বিভি/এসজি
মন্তব্য করুন: