• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

রাফিনিয়ার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা 

প্রকাশিত: ১৩:২৫, ১২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
রাফিনিয়ার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা 

শেষ ষোলোর ফিরতি লেগেও বেনফিকাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। মঙ্গলবার (১১ মার্চ) বার্সেলোনার চেনা আঙ্গিনায় জয় ৩-১ গোলে। প্রথম লেগের একমাত্র গোলদাতা রাফিনিয়া এবার করলেন জোড়া গোল। অন্য গোলটি লামিনে ইয়ামালের।  

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় বার্সা। ইয়ামালের ক্রস পেয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন রাফিনিয়া। দুই মিনিটের মধ্যেই বেনফিকার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ও তামেন্দির কর্নার থেকে হেডে গোল করে সমতা টানেন। ২৭ মিনিটে ইয়ামালের নজরকাড়া গোলে আবার এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। চমৎকার বাঁক নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। ১৭ বছর ২৪১ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। 

৪২ মিনিটে রাফনিয়া নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন। নিজেদের অর্ধ থেকে আলেহান্দ্রো বাল্দের বাড়ানো বল ধরে এগিয়ে কোনাকুনি নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২৮ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের আসরে ১০ ম্যাচে গোল হলো তার ১১টি। সঙ্গে অ্যাসিস্ট পাঁচটি। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের কীর্তি গড়লেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সা। তবে বেনফিকা গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2