টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

প্যারিসে আক্রমণের স্রোত বইয়ে দিয়েও ১-০ গোলে হেরে যাওয়া পিএসজি এবার প্রতিশোধ নিলো অ্যানফিল্ডে। লিভারপুলকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে উঠে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-০'তে এগিয়ে ছিলো পিএসজি।
গত সপ্তাহের প্রথম লেগে পুরোটা সময় দাপট দেখিয়েও আচমকা এক গোল খেয়ে হেরে গিয়েছিলো পিএসজি। মুহূর্তের ঝলকে উল্লাসে মেতেছিলো লিভারপুল। মঙ্গলবার (১১ মার্চ) অ্যানফিল্ডে দুই দলের লড়াইয়ে রূপ বদলায় আরও বেশি। আত্মবিশ্বাসী শুরুর পর হঠাৎ করেই গোল হজম করে বসে স্বাগতিকরা। ১২ মিনিটে উসমান দেম্বেলে গোল করে স্তব্ধ করে দেন লিভারপুল শিবির।
ডি-বক্সে ব্রাডলি বার্কোলার ফিরতি পাস পেয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড। দুই লেগ মিলিয়ে সমতা টেনে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে লুইস এনরিকের দল। লিভারপুলও আক্রমণে আরও বেশি জোর দেয়। দারুণ জমে ওঠা ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ভাঙ্গেনি ১-১ সমতা। ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে সব আলো নিজের দিকে টেনে নেন পিএসজির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পিএসজির চারজন শট নিয়ে জালের দেখা পান সবাই। বিপরীতে লিভারপুলের দারউইন নুনেস ও কার্টিস জোন্সের শট ঠেকিয়ে দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ইতালির গোলরক্ষক। টাইব্রেকারে পিএসজির জয় ৪-১ ব্যবধানে।
বিভি/এসজি
মন্তব্য করুন: