• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, সরে গেলেন মাহমুদউল্লাহ!

প্রকাশিত: ১৫:০০, ১২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, সরে গেলেন মাহমুদউল্লাহ!

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়ারদের তালিকা প্রকাশ করেছে। তবে এ তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এই চুক্তি থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান।

সোমবার (১০ মার্চ) আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২১ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। ২২ ক্রিকেটারকে ৫টি স্যালারি গ্রেডে ভাগ করা হয়েছে। 

এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ+' ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। তার মাসিক বেতনের পরিমাণ ১০ লাখ টাকা।

এছাড়া মুশফিকুর রহিমকে রাখা হয়েছিল 'এ' ক্যাটাগরিতে। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন সেটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে সম্প্রতি তিনি ওয়ানডে থেকে অবসর নেয়ায় এখন শুধু টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে থাকবেন মুশফিক।

‘এ’ ক্যাটাগরিতে আরও রয়েছেন, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন, অভিজ্ঞ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা।। তাদের বেতন মসিক ৬ লাখ টাকা।

সি’ ক্যাটাগরিতে আছেন, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা।

'ডি' ক্যাটারতিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন প্রতি মাসে ২ লাখ টাকা করে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2