উয়েফা ইউরোপা লীগ
৪ গোলে সোসিয়েদাদকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে ফিরতি লেগে জয় তাদের ৪-১ ব্যবধানে। শেষ আটে ফরাসি ক্লাব লিওঁ'র মোকাবেলা করবে রুবেন আমোরিমের দল।
গত বৃহস্পতিবার সোসিয়েদাদের মাঠে এগিয়ে গিয়ে ১-১ সমতায় খেলা শেষ করেছিলো ম্যানইউ। এদিন চেনা আঙ্গিনায় দশম মিনিটেই পিছিয়ে পড়ে ইংলিশ জায়ান্টরা। পেনাল্টি থেকে গোলটি করেন সোসিয়েদাদের মিকেল ওইয়ারজাবাল। প্রথম লেগে পেনাল্টিতে গোল শোধ দেওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ডকে ডি-বক্সে ফাউল করেছিলেন ম্যানইউর ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট। ছয় মিনিটের মধ্যে পেনাল্টি থেকেই গোল শোধ দেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। রাসমুস হজল্যান্ড ফাউলের শিকার হয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ডি-বক্সে প্যাট্রিক ডোর্গু ফাউলের শিকার হলে পেনাল্টিতে ফের গোল করেন ফের্নান্দেস। পেনাল্টির নাটকীয়তায় এগিয়ে চলা ম্যাচের ৬৩ মিনিটে ডোর্গুকে ফাউল করে সোসিয়েদাদের জন আরামবুরু লাল কার্ড দেখেন। ১০ জনের দলের বিপক্ষে আরও আক্রমণাত্মক হয়ে আরও দুই গোল তুলে নেয় ম্যানইউ। ৮৭ মিনিটে ফের্নান্দেস হ্যাটট্রিক পূর্ন করার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেক পর্তুগিজ দিয়োগো দালোত স্কোরলাইন ৪-১ করেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: