উয়েফা নেশন্স লিগের চার সেমিফাইনালিস্ট নির্ধারণ আজ

ছবি: সংগৃহীত
উয়েফা নেশন্স লিগের চার সেমিফাইনালিস্ট নির্ধারণ আজ। সেজন্য কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে জার্মানি-ইতালি, ফ্রান্স-ক্রোয়েশিয়া, পর্তুগাল-ডেনমার্ক ও স্পেন-নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত পৌণে দুইটায় মাঠে গড়াবে ম্যাচ চারটি।
জার্মানি এগিয়ে থেকে আতিথেয়তা দেবে ইতালিকে। গত বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে ২-১ গোলে জিতেছিলো জার্মানি। সান্দ্রো তোনালির গোলে ইতালি প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে টিম ক্লাইনডিন্সট ও লেয়ন গোরেটস্কা গোল করে জার্মানদের জেতান। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স কঠিন চ্যালেঞ্জ নিয়ে দেশের মাটিতে লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। গত আসরের রানার্সআপ ক্রোয়াটরা আন্তে বুদিমির ও ইভান পেরিসিচের গোলে প্রথম লেগ জিতেছিলো ২-০'তে।
ডেনমার্কের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেও পিছিয়ে থেকে খেলতে হবে ফিরতি লেগ। প্রতিপক্ষের মাঠে ৭৮ মিনিটে গোল খেয়ে তা আর শোধ দিতে পারেনি ২০১৯ প্রথম আসরের শিরোপাজয়ীরা। শিরোপা ধরে রাখার মিশনে স্পেন এবার দেশের মাটিতে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। রটেরডামে স্পেনকে নিকো উইলিয়ামস নবম মিনিটে এগিয়ে নেন। ২৮ মিনিটে গোডি গাকপোর গোলে সমতায় ফিরে ৪৬ মিনিটে টিয়ানি রেইন্ডার্সের লক্ষ্যভেদে লিড নেয় ডাচরা। ৯৩ মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে ২-২ সমতায় ম্যাচ শেষ করেন।
বিভি/এআই
মন্তব্য করুন: