আইপিলের উদ্বোধনী ম্যাচেই যে মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 'আইপিএল' সিজ এইটিন-এর উদ্বোধনী ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। শনিবার (২২ মার্চ) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাজার রান পূর্ণ করে আসরে ভিন্ন চার দলের বিপক্ষে এই কীর্তি গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে গত আসরে প্রথম ক্রিকেটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এবার উদ্বোধনী ম্যাচে কলকাতার বিপক্ষে হাজার রান পূর্ণ করার মাইলফলক সামনে রেখে ব্যাটিংয়ে নামেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক। আইপিএলে এটি ছিলো তার ৪০০তম ম্যাচ। ইডেন গার্ডেন্সে শনিবার রাতে সে ম্যাচে কলকাতার দেওয়া ১৭৫ রানের টার্গেটে উদ্বোধনী জুটিতে ফিল সল্টের সঙ্গে ৯৫ রান জুড়ে দিয়ে জয়ের ভিত গড়েন কোহলি। ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৭ উইকেটের জয় পাইয়ে দিয়ে ক্রিজ ছাড়েন।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে ব্যাঙ্গালুরুর হয়ে খেলা কোহলি এদিন ৩৮ রানে পৌঁছে কলকাতার বিপক্ষে আসরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আইপিএলে যা তার ভিন্ন চার দলের বিপক্ষে চতুর্থ কীর্তি এবং সেখানে কোহলিই প্রথম।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার রান হলো এক হাজার ২১। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এক হাজার ৫৭, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক হাজার ৫৩ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে এক হাজার ৩০ রান করেছেন কোহলি।
বিভি/এআই
মন্তব্য করুন: