• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জয় দিয়ে আইপিএল শুরু করলো চেন্নাই সুপার কিংস

প্রকাশিত: ১০:৫৩, ২৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
জয় দিয়ে আইপিএল শুরু করলো চেন্নাই সুপার কিংস

ছবি: সংগৃহীত

নুর আহমেদের বোলিং নৈপুণ্যের পর রাচিন রাভিন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিংয়ে জয়ে আইপিএল সিজন এইটিন শুরু করেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে মুম্বাইয়ের ১৫৫ রান পাঁচ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। 

চিপকের এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার (২৩ মার্চ) রাতে টস হেরে ব্যাটিংয়ে নেমেই চেন্নাইয়ের বোলিং তোপে পড়ে মুম্বাই। প্রথম ওভারে রোহিত শর্মা কোনো রান না করে, তৃতীয় ওভারে রায়ান রিকেল্টনকে ১৩ করে আউট হয়ে চাপে ফেলেন দলকে। যা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি দল। অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৬ বলে ২৯, তিলক ভার্মার ২৫ বলে ৩১ ও দিপক চাহারের ১৫ বলে অপরাজিত ২৮ রানে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ পূঁজি পায় মুম্বাই। নিলামে ১০ কোটি রুপিতে দলে নেওয়া আফগান বাঁ-হাতি স্পিনার ১৮ রান দিয়ে চারটি, পেসার খলিল আহমেদ ২৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।

রান তাড়ায় শুরুতে রাহুল ত্রিপাঠিকে হারানো চেন্নাই দ্বিতীয় উইকেটে রাভিন্দ্র ও রুতুরাজের ৩৭ বলে ৬৭ রানের জুটিতে এগিয়ে যায়। রুতুরাজ ২২ বলে ফিফটি করে ৫৩ রানে আউট হন। এরপর আরও তিনটি উইকেট হারিয়ে পাঁচ বল আগেই চার উইকেটর জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

রাভিন্দ্র ৪৫ বলে ৬৫ করে অপরাজিত থাকেন। রোহিতের 'ইমপ্যাক্ট' বদলি হিসেবে সুযোগ পাওয়া বাঁ-হাতি স্পিনার ভিগনেশ পুথুর অভিষেকে তিন উইকেট নিয়ে চমক দেখান। নুর হন ম্যাচসেরা। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2