• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্স

প্রকাশিত: ১১:২৬, ২৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্স

ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ২-০’তে জিতে দুই লেগের লড়াই ২-২ সমতায় রেখেছিলো ফ্রান্স। পর্তুগাল ৫-২’এ ডেনমার্ককে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোল অগ্রগামিতায় শেষ চারের টিকেট নেয়। 

ঘরের মাঠে রবিবার (২৩ মার্চ) রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৯০ মিনিটের খেলা ২-০ জেতে ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ ফ্রি কিকে ফ্রান্সকে এগিয়ে নেন মাইকেল ওলিসে। পরে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। ক্রোয়েশিয়াও প্রথম লেগে একই ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। অতিরিক্ত সময়ে দারুণ কয়েকটি সেভ করে লড়াই টাইব্রেকারে নিয়ে যান ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। সেখানে ব্যববধান গড়ে দেন ফরাসি গোলরক্ষক মিয়াঁ। ৫-৪ ব্যবধানে টাইব্রেকার জিতে সেমিতে উঠে যায় ফ্রান্স।

কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের অন্য ম্যাচে পর্তুগাল ঘরের মাঠে ডেনমার্কের মোকাবেলা করে প্রথম লেগ ১-০’তে হেরে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের পর ৩৮ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে রোনালদো ও ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের গোলে ৩-২ লিড নিয়ে খেলা অতিরিত্ত সময়ে টেনে নেয় পর্তুগাল। সেখানে ত্রিনকাও ও গনসালো রামোসের গোলে ৫-২’এ জয়োৎসব করে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। 

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2