নেদারল্যান্ডসকে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে স্পেন

ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে ডেফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। ফিরতি লেগ ৩-৩ গোলে ড্র করে দুই লেগের কোয়ার্টার ফাইনাল ৫-৫ সমতায় রেখেছিলো স্পেন। জার্মানিও ৩-৩’এ ড্র করে ৫-৪ গোল অগ্রগামিতায় সেমির টিকেট নেয়।
নেদারল্যান্ডসের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র করা স্পেন রবিবার রাতে ঘরের মাঠে ৯০ মিনিটে দু'বার এগিয়ে যায়। দুটি গোলই করেন মিকেল ওইজারসাবাল। ডাচরা মেমফিস ডিপাই ও ইয়ান মাটসেনের গোলে সমতায় ফিরে অতিরিক্ত সময়ে টেনে নেয় ম্যাচ। সেখানে লামিনে ইয়ামাল স্বাগতিবদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টির নাটকীয়তায় জমে ওঠা ম্যাচে স্পট কিকেই অতিথি দলকে ৩-৩ সমতায় ফেরান জাভি সিমন্স।
এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শ্রেষ্ঠত্ব দেখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনই উঠে যায় সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের অন্য ম্যাচে জার্মানি ঘরের মাঠে ইতালির মোকাবেলা করে ২-১’এ এগিয়ে থেকে। জার্মানরা প্রথমার্ধেই তিন গোল করে দুই লেগ মিলিয়ে লিড ৫-১ করে নেয়। দ্বিতীয়ার্ধে ইতালি তিনটি গোল শোধ দিয়েও এক গোলের ব্যবধান ঘোঁচাতে পারেনি। ফিরতি লেগ ৩-৩ গোলে ড্র হওয়ায় ৫-৪ গোল অগ্রগামিতায় জার্মানরাই শেষ চারের টিকে নেয়। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের, জার্মানি পর্তুগালের মোকাবেলা করবে।
বিভি/এআই
মন্তব্য করুন: