• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তামিমের জন্য প্রার্থনা আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের

প্রকাশিত: ১৪:৪৯, ২৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
তামিমের জন্য প্রার্থনা আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের

ছবি: সংগৃহীত

ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের হার্টে রিং পরানোর পাশাপাশি রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। ক্রিকেট বিশ্বে তার অসুস্থতার এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। তামিমের সুস্থতা কামনা করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের সুস্থতা কামনা করে একটি পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পোস্টে তামিমের একটি ছবির সাথে ক্যাপশনে লেখা, দ্রুত সুস্থ হয়ে ওঠো তামিম, পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।

উল্লেখ্য, তামিম ইকবাল ডিপিএলের একটি ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, তামিম হার্ট অ্যাটাক করেছেন। সবশেষ তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসার জন্য সাভারে এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2