• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এশিয়ান কাপ বাছাই ফুটবল

ভারতের বিপক্ষে মঙ্গলবার বাংলাদেশের আগুন লড়াই

প্রকাশিত: ২৩:১২, ২৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ভারতের বিপক্ষে মঙ্গলবার বাংলাদেশের আগুন লড়াই

এবার ফুটবল মাঠে বাংলাদেশ-ভারত চ্যালেঞ্জ। বাংলাদেশ-ভারত দু'দলেরই হেড কোচ স্প্যানিশ। তাই এই ম্যাচটি দুই কোচেরও মর্যাদার লড়াই। একই সাথে এই ম্যাচটি দক্ষিণ এশিয়ান সবচেয়ে দামী ফুটবল তারকা হামজা চৌধুরীরও নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। ভারতের শিলংয়ে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে হাইভোল্টইজ ম্যাচটি।  

ফিফা র‍্যাংকিংয়ে ভারত ১২৬, আর বাংলাদেশ ১৮৫ তম স্থানে। দু'দলের মুখোমুখি এবং আন্তর্জাতিক ফুটবলের সাফল্যেও ভারত অনেক এগিয়ে। তারোপর ভারত খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে। কিন্তু সবকিছু ছাপিয়ে লাল-সবুজের দলকে এই ম্যাচে সাহশ যোগাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচে এই ডিফেন্সিভ মিডফিল্ডার কতটা আলো ছড়াতে পারেন, তার ওপর নির্ভর করছে লাল-সবুজের সাফল্য। 

আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে এ পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৬ ম্যাচে; এছাড়া ড্র করেছে বাকী ১৩ ম্যাচে। ১৯৯৯ সালে এস এ গেমসে ভারতকে ১-০ গোলে হারানোর পর; গত ২৬ বছরে ভারতের বিপক্ষে আর জয় পায়নি লাল সুবজের দেশ। তাই হামজা চৌধুরীকে নিয়ে এবার ভারত জয়ের বড় চ্যালেঞ্জ কোচ হাভিয়ের কাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার। 

ম্যাচের আগে জামাল ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশ ও ভারত জাতীয় দলের মধ্যে শক্তির বড় পার্থক্য নেই। কিন্তু হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরনা যোগাচ্ছে। তার উপস্থিতিতে দলের মধ্যে মানসিকতার পরিবর্তন হয়েছে এবং এখন তার দল ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2