• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

প্রকাশিত: ১৫:০৭, ২৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আর্জেন্টিনার বিপক্ষে খড়কুটোর মতো উড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। মেসিবিহীন আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি রাফিনিয়া, ভিনিসিয়ুসরা। টানা ৬ বছর ধরে আর্জেন্টিনাকে না হারানো দলটা আরও একবার হারলো ৪-১ গোলের বড় ব্যবধানে। সবশেষ ২০১২ সালে আলবিসেলেস্তেদের কাছে ৪ গোল হজম করেছিল সেলেসাওরা। 

দলের এমন ভরাডুবির পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। অন্যদিকে, কোচ দোরিভাল জুনিয়র অকপটেই জানালেন, ম্যাচের শুরুতেই লড়াই থেকে ছিটকে গেছেন তারা। 

রীতিমতো অসহায় আত্মসমর্পণ ব্রাজিলের। লাতিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে যে ঝাঁঝ থাকার কথা, তেমন কিছুই দেখা যায়নি সর্বশেষ দেখায়। প্রতিপক্ষ আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছেন মার্কিনিয়োস।

ম্যাচ শেষে বললেন, ‘এটা বিব্রতকর (ফলাফল)। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।’ আরও যোগ করেন, ‘ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।’

ব্রাজিলের এমন দুরাবস্থায় কোচ দোরিভালকে কাঠগড়ায় তুলছেন অনেকে। তাকে সরিয়ে দেওয়ারও দাবি জানানো হচ্ছে। অবশ্য অধিনায়ককে পাশেই পেলেন দোরিভাল। মার্কিনিয়োস বলেন, শুধু কোচের ভুল নয়, ফুটবলারদেরও দায় আছে। ফুটবলে এমন কোনো রহস্যময় ফর্মুলা নেই, কিছু একটা বেছে নিলে তা কাজ করবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। দায় আমাদের সবারই ভাগাভাগি করতে হবে। সময় ও পরিস্থিতি উপলব্ধি করে মাটিতে পা রাখতে হবে।’

এদিকে, অসহায় আত্মসমর্পণের পর বাস্তবতা মেনে নিলেন ব্রাজিল কোচ। দোরিভাল বলেন, ‘আজকে প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে আমাদের, যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2