• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স

প্রকাশিত: ১০:২১, ২৭ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স

ছবি: সংগৃহীত

রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার (২৬ মার্চ) গোয়াহাটিতে রাজস্থানের দেওয়া ১৫২ রানের টার্গেট ১৫ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় কলকাতা। কুইন্টন ডি কক ৯৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। 

রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে উদ্বোধনী ম্যাচ হেরে আইপিএল সিজন এইটিন শুরু করা কলকাতা এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেয়। রাজস্থানের উদ্বোধনী জুটিতে জশম্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন ২৩ বলে ৩৩ রান জুড়ে দেন। স্যামসন ১১ বলে ১৩, জয়সওয়াল ২৪ বলে ২৯ করে আউট হন। এরপর কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে অধিনায়ক রায়ান পরাগ ১৫ বলে ২৫, ধুব জুরেল ২৮ বলে ৩৩ ও জোফা আর্চার ৭ বলে ১৬ রান যোগ করলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ পূঁজি পায় রাজস্থান।

১৫২ রানের লক্ষ্যমাত্রায় কুইন্টন ডি কক শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। দলীয় ৪১ রানে মঈন আলী রানআউট হয়ে তাকে ছেড়া যাওয়ার আগে ১২ বলে ৫ রান করেন। স্কোর ১০ ওভারে ৭০-এ পৌঁছার পর আজিন্কা রাহানেও বিদায় নেন। কলকাতার অধিনায়ক ১৫ বলে ১৮ রান করেন। ৩৬ বলে ফিফটি করা ডি কক তৃতীয় উইকেটে অঙ্গকৃষ রঘুবান্সিকে নিয়ে অবিচ্ছিন্ন থেকে ১৭ ওভার তিন বলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ডি কক ৬১ বলে আট চার ও ছয় ছক্কায় ৯৭, রঘুবান্সি ১৭ বলে দুই চারে ২২ রান করে অপরাজিত থাকেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2