হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তামিম হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।
ওই চিকিৎসক জানান, 'বর্তমানে তিনি (তামিম) সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।'
এর আগে গত সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। মাঠে হার্ট অ্যাটাকের পর গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন দেশসেরা ওপেনার। বৃহস্পতিবার সেখানে সফলভাবে তার হার্টে রিংও পরানো হয়েছে। তবে, চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হচ্ছে তামিমের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: