১০০তম শিরোপা জয়ের প্রত্যাশায় মিয়ামি ওপেনের ফাইনালে জকোভিচ

মিয়ামি ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। ক্যারিয়ারের একশতম শিরোপা জয়ের প্রত্যাশা এই টেনিস লিজেন্ডের। শিরোপা নির্ধারনী ম্যাচে তৃতীয় বাছাই টেলর ফ্রিটজ অথবা উদীয়মান চেক জ্যাকুব মেনসিকের মুখোমুখি হবেন জকো।
সেমিফাইনালে শুরুতে বুলগেরিয়ান প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভের বিপক্ষে কিছুটা ব্যাকফুটে থাকলেও দ্রুতই লড়াইয়ে ফিরে আসেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। পরের সেটেও জকোভিচের সার্ভ আর ভলির দাপটে ৬-৩ গেমে পরাজিত হন দিমিত্রভ। সরাসরি সেট জিতে মিয়ামি ওপেনের ফাইনালে পৌঁছে যান জকোভিচ। তার খেলা দেখার জন্য হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।
ক্যারিয়ারে ৩০৭টি এটিপি ট্যুর-লেভেল টুর্নামেন্ট খেলেছেন ৩৭ বছর বয়সী জকো। জিতেছেন ৯৯টিতে। ৭৬টি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়ে রেকর্ড ২৪টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বর্নাঢ্য ক্যারিয়ারের ১০০তম একক শিরোপা থেকে মাত্র এক জয় দুরে জোকোভিচ। টেনিসের ওপেন যুগে আমেরিকান জিমি কনর্স ১০৯টি ও সুইস গ্রেট রজার ফেদেরার ১০৩টি একক শিরোপা জিতেছেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: