• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচ বরখাস্ত 

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১০:০০, ২৯ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচ বরখাস্ত 

অবশেষে সত্যি হলো গুঞ্জন। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আর্জেন্টিনার কাছে লজ্জাজনক পরাজয়ে কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করল ব্রাজিল। 

গত বছর জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পান ৬২ বছর বয়সী দরিভাল। তার অধীনে ১৬ ম্যাচের মধ্যে ৭টিতে জয়, ৭টি ড্র এবং ২টি ম্যাচে হারে ব্রাজিল। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে তেমন সফলতা দেখাতে পারেনি সেলেসাওরা। সর্বশেষ বুয়েনস আয়ার্সে ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে চীর প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

এই পরাজয়ে দরিভালের উপর চাপ বেড়ে যায়। তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন ‘সিবিএফ’। সভাপতি এডনালদো রদ্রিগেস এক সংবাদ সম্মেলেনে এই ঘোষণা দেন। পাশাপাশি দরিভালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বর্তমানে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান ব্রাজিলের। নতুন কোচ খোঁজার মিশনে সিবিএফের নজর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির দিকে। কিন্তু এই বর্ষীয়ান ইতালিয়ান কোচের সাথে স্প্যানিশ ক্লাবটির চুক্তি আছে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত। তাই দ্রুতই আনচেলোত্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়াটা জটিল হতে পারে। এছাড়াও সিবিএফের বিবেচনায় আরও আছেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কোচ জর্জে জেসুস ও স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইস। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2