ইংলিশ লিগে হামজার দলের বড় জয়

ছবি: হামজার উল্লাস
ইংল্যান্ডে ফিরেই নৈপুন্যের ঝলক দেখালেন বাংলাদেশি সেনসেশন হামজা চৌধুরী। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে শীর্ষে তুললেন শেফিল্ড ইউনাইটেডকে। শুক্রবার (২৮ মার্চ) ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল কভেন্ট্রিকে ৩-১ গোলে হারায় শেফিল্ড।
ঘরের মাঠ ব্রামাল লেনে প্রতিপক্ষকে চাপে ফেলে ১৯ মিনিটেই গোল আদায় করে নেয় শেফিল্ড। গাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে এগিয়ে যায় তারা। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল। এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিলো হামজার ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় মিডফিল্ডার হামজা চৌধুরীর। দারুণ নৈপুন্যে মুগ্ধতা ছড়ান তিনি। ইংল্যান্ডে ফিরে ক্লাব দল শেফিল্ডের হয়েও দুর্দান্ত খেলেন বাংলাদেশি তারকা হামজা। শেফিল্ডের মিডফিল্ড দখলে রাখতে দারুণ ভূমিকা রাখেন তিনি। তার দেয়া তিনটি লং বলের দুটিই ছিল নিখুঁত। এ ছাড়া ম্যাচে দুর্দান্ত একটি ব্লকও করেন হামজা।
বিরতির পর ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করেন। এ জয়ে শীর্ষে উঠে যায় শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮৩। আগামী ৫ এপ্রিল অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে পরের ম্যাচ খেলবে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় হামজাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানায় শেফিল্ডের সমর্থকরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: