• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ জিতলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেস

প্রকাশিত: ১০:৫৭, ১ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:০৮, ১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ জিতলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেস

ছবি: এমিলিয়ানো মার্তিনেস

এখনই আন্তর্জাতিক ফুটবলকে ‘বিদায়’ বলার কোনো ইচ্ছা নেই এমিলিয়ানো মার্তিনেসের। তবে আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ জিতলে তরুণদের জায়গা ছেড়ে দিতে অবশ্যই অবসরে চলে যাবেন। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজী এই গোলরক্ষক এমনটাই বলেছেন।  

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে যে কয়েকজন ফুটবলারের গুরুত্বপূর্ণ অবদান ছিলো, তাদের একজন এমিলিয়ানো মার্তিনেস। ফাইনাল ম্যাচেও গ্লাভস হাতে গোলবারের সামনে দুর্দান্ত পারফর্ম করেছেন। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি আসরে সেরা গোলরক্ষকের পুরস্কারও জেতেন। বয়স এখন ৩২ চলছে। বয়স আর পারফরম্যান্স বিবেচনায় বলা যায়, আরও বেশ কিছু দিন তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার তার নির্ভর করছে দলের সাফল্যের ওপর। আর্জেন্টিনার জার্সিতে আরেকটি বিশ্বকাপ জিততে পারলেই অবসর নেবেন।

এক সাক্ষাৎকারে মার্তিনেস বলেন, দল যদি টানা দুই বিশ্বকাপ জিততে পারে, তাহলে আর দেরি নয়, জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলবেন। অবশ্য টানা দুইবার বিশ্বকাপ জেতার আশা করেন না মার্তিনেস। জন্মের পর আর্জেন্টিনাকে একবারই বিশ্বকাপ জিততে দেখা এবং তাতে অবদান রাখতে পারা এই গোলরক্ষক আরও বলেন, আরেকবার সেটা করা গেলে দারুণ খুশি হবেন, আবার উদযাপন করবেন। কিন্তু আগেরটার মতো কিছুতেই হবে না। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2