নাইট রাইডার্সকে উড়িয়ে দুর্দান্ত কামব্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের

অবশেষে দুর্দান্তভাবেই আইপিএল সিজন এইটটিনে কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার (৩১ মার্চ) কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে উড়িয়ে দেয় হার্দিক পান্ডিয়ার দল। অভিষেকে চার উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েন মুম্বাইয়ের পেসার অশ্বিনী কুমার।
ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। শুরু থেকেই মুম্বাইয়ের বোলিং তোপে পড়ে কলকাতা। অশ্বিনী কুমার, হার্দিক পান্ডিয়া ও দিপক চাহার মিলে ৪৫ রানের মধ্যে পাঁচ ব্যাটসম্যানকে ফেরত পাঠান। এদের মধ্যে অংক্রিশ রঘুবংশী ১৬ বলে ২৬ রান করে কিছুটা দৃঢ়তা দেখান। এরপর রিংকু সিং ১৭, মনিশ পান্ডে ১৯ ও রমনদিপ সিং ২২ করলে ১৬ ওভার দুই বলে অলআউট হওয়ার আগে ১১৬ রানের পুঁজি পায় কলকাতা।
তরুণ পেসার অশ্বিনী কুমার ২৪ রানে চার উইকেট নিয়ে আইপিএলের অভিষেকে কোনো ভারতীয় বোলারের সেরা বোলিং কীর্তি গড়েন। রান তাড়ায় মুম্বাই ১২ ওভার পাঁচ বলেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। রোহিত শর্মা ১৩ ও উইল জ্যাক্স ১৬ করে ফেরার পর রায়ান রিকেল্টন ৪১ বলে ৬২, সূর্যকুমার যাদব ৯ বলে ২৭ করে অপরাজিত থাকেন। তিন খেলায় মুম্বাই প্রথম জয়ে ২ পয়েন্ট নিয়ে ১০ দলের টেবিলে পাঁচে উঠলেও কলকাতা দ্বিতীয় হারে সমান পয়েন্ট নিয়ে তলানিতে নেমেছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: