• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চোট পেয়ে মাঠের বাইরে হালান্ড, খেলতে পারবেন না যতদিন

প্রকাশিত: ১১:৪৮, ২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চোট পেয়ে মাঠের বাইরে হালান্ড, খেলতে পারবেন না যতদিন

মৌসুমের শেষ দিকে এসে ম্যানচেস্টার সিটিকে বড় ধরনের ধাক্কা দিলেন আর্লিং হালান্ড। অ্যাঙ্কেলের চোটে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে নরওয়ের এই তারকা ফরোয়ার্ডকে। 

রবিবার বোর্নমাউথের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে চোট পান হালান্ড। সিটির ২-১ গোলে জয়ের ম্যাচে ৬০ মিনিটে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৪ বছরের এই ফরোয়ার্ড। ম্যাচের পর যখন ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়ে যান হালান্ড, খারাপ কিছুর শঙ্কা জাগে তখনই। প্রাথমিক পরীক্ষায় তার চোট ধরা পড়ে। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পরিষ্কার হয় চোট কতটা গুরুতর। লেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচের আগের দিন মঙ্গলবার সেটাই জানিয়ে দেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

চলতি মৌসুমে চোট অনেক ভুগিয়েছে দলটিকে। মৌসুমের শুরুতে পুরো মৌসুমের জন্য ছিটকে যান মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন রদ্রি। মাঝে লম্বা সময় ছিলেন না কেভিন ডে ব্রুইনে। এবার ছিটকে পড়লেন মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা।

মৌসুমের শেষ নাগাদ অথবা ক্লাব বিশ্বকাপের আগে হালান্ডের সুস্থ হয়ে ওঠার আশা করছেন সিটি কোচ। ৩২ দলের অংশগ্রহণে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন। চলবে ১৩ জুলাই পর্যন্ত। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ নম্বরে রয়েছে গত চারবারের চ্যাম্পিয়নরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2