• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ম্যাচ ড্র করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১১:৫২, ২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ম্যাচ ড্র করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে রোমাঞ্চে ভরা ৮ গোলের শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখলো রিয়াল মাদ্রিদ সমর্থকরা। মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ কোপা ডেল রে'র সেই ফিরতি লেগ সেমিফাইনাল ৪-৪ গোলে ড্র করে মাদ্রিদ জায়ান্টরা উঠে যায় ফাইনালে। 

সোসিয়েদাদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ এন্দ্রিকের গোলে ১-০'তে জিতেছিলো রিয়াল। সেই সুবিধা নিয়ে ঘরের মাঠে ফিরতি লেগে শুরু থেকে প্রতিপক্ষের ওপর একচেটিয়া আধিপত্য নিয়েও ১৬ মিনিটে গোল খেয়ে বসে মাদ্রিদ জায়ান্টরা। গোলদাতা আন্দের বার্নেচিয়া। ৩০ মিনিটে এন্দ্রিকের দুর্দান্ত গোলে সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে এন্দ্রিকের বদলি নামিয়ে চাপ ধরে রাখে স্বাগতিকরা।

এবার ৭২ মিনিটে দাভিদ আলাবার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ৮ মিনিটের মধ্যে ফের গোল হজম করে রিয়াল। মিকেল ওইয়ারসাবালের করা এই গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ লিড নেয় সোসিয়েদাদ। ৮২ মিনিটে রিয়ালের জুড বেলিংহাম এবং তিন মিনিট পর অঁহেলিয়া চুয়ামেনি গোল করে ম্যাচে ৩-৩ সমতা ফেরানোর পাশাপাশি দুই লেগ মিলিয়ে দলকে ৪-৩ লিড এনে দেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওইয়ারসাবাল ফের গোল করে অতিরিত্ত সময়ে টেনে নেন ম্যাচ। সেখানে রিয়ালের অ্যান্টোনিও রুডিগার গোল করে ফিরতি লেগ ৪-৪ সমতায় শেষ করার পাশাপাশি রিয়ালকে ৫-৪ অগ্রগামিতায় ফাইনালে তুলে দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2