ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই ছন্দ খুঁজে পেলো লিভারপুল

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বিরতি পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই ছন্দ খুঁজে পেলো লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনকে ১-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট ব্যবধানে লিগ শীর্ষস্থান শক্ত করেছে আর্নে স্লটের দল।
গত ১২ ফেব্রুয়ারি এভারটনের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে 'মার্সিসাইড ডার্বি' ২-২'এ ড্র করেছিলো লিভারপুল। এবার অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই লিভারপুলের জালে বল পাঠায় এভারটন। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। ৩৩ মিনিটে ভাগ্যের ফেরে গোল বঞ্চিত হয় অতিথি দল। পর্দুগিজ ফরোয়ার্ড বেতোর শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টের বাধা এড়াতে পারেনি।
প্রথমার্ধে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল করতে না পারা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সাফল্যের দেখা পায়। লুইস দিয়াসের বাড়ানো বল ধরে দলকে এগিয়ে নেন দিয়েগো জটা। আড়াই মাসের মধ্যে প্রথম গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। এই গোলই ব্যবধান তৈরি করে দেয়।
আন্তর্জাতিক বিরতির আগে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইডের কাছে শিরোপা হারানো দলটি এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার দাবি আরও জোরালো করলো। ৩০ খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালকে ১২ পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে লিভারপুল।
বিভি/এআই
মন্তব্য করুন: