ঘরের মাঠে টটেনহাম হটস্পারকে হারালো চেলসি

ঘরের মাঠে টটেনহাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলে ফের চতুর্থ স্থান দখলে নিয়েছে চেলসি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্টামফোর্ড ব্রিজে জয় তাদের এঞ্জো ফের্নান্দেসের একমাত্র গোলে।
চলতি লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে আর্সেনালের কাছে গত ম্যাচ ১-০ গোলে হেরে চাপে ছিলো এঞ্জো মারেস্কার দল। চাপ কমাতে এদিন ঘরের মাঠে টটেনহামের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলে স্বাগতিকরা। তবে দুই দলের কেউই গোল পায়নি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে স্বাগতিকদের গোলের স্বস্তিতে ভাসান এঞ্জো ফের্নান্দেস। ইংলিশ ফরোয়ার্ড কোল পালমারের নিখুঁত ক্রসে হেডে জাল কাঁপান ২৪ বছরের আর্জেন্টাইন মিডফিল্ডার। কিছুক্ষণ পর জালে বল জড়ান চেলসির মোয়াসেস কাইসেদো। কিন্তু অফসাইডে বাতিল হয় গোল। ৬৯ মিনিটে টটেনহামের পাপে সারেও বল জালে পাঠিয়ে গোল উদযাপন করতে পারেননি ফাউলের কারণে।
৮৯ মিনিটে সন হিউং মিনের শট ফিরিয়ে চেলসির জয় নিশ্চিত করেন গোলরক্ষক রবের্তো সানচেজ। ৩০ রাউন্ডের খেলা শেষে চেলসি ৫২ পয়েন্ট নিয়ে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে এক পয়েন্ট পেছনে ফেলে চারে ফিরেছে। লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর্সেনাল ৬১ ও নটিংহাম ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: