• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১২ রানে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স 

প্রকাশিত: ১০:১০, ৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
১২ রানে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স 

হার্দিক পান্ডিয়ার দারুন অলরাউন্ড নৈপূন্যও পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সকে জয় উপহার দিতে। বরং মুম্বাইকে ১২ রানে হারিয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০৩  রান করেছে স্বাগতিক দল। জবাবে ৫ উইকেটে ১৯১ রানে থেমেছে মুম্বাই।   

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্কারাম লখনৌকে উড়ন্ত সূচনা এনে দেন। ওপেনিং জুটিত ৭ ওভারে ৭৬ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। মিচেল মার্শ ৩১ বলে ৬০ রান করে আউট হন। এরপর নিকোলাস পুরান ১২ এবং আইপিএল এর এই আসরের সবচেয়ে দামী ক্রিকেটার অধিনায়ক রিশভ পন্ত ২ রানে আউট হয়ে আবারো হতাশ করলেও; মার্কারামের ৩৮ বলে ৪ ছক্কায় ৫৩; মিডেল অর্ডারে আইয়ুশ বাদানির ১৯ বলে ৩০ এবং দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলালের ১৪ বলে ২৭ রানের ইনিংসে; ২০৪ রানের টার্গেট দেয় লখনৌ। মুম্বাইর বোলিংয়ে ৩৬ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 

জবাবে চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানে দুই ওপেনার উইল জ্যাকস ও রায়ান রিকেলটনকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে মুম্বাই। যদিও নামান ধির ৪৬ এবং সূর্যকুমার যাদবের ৪৩ বলে ৬৭ রানের ইনিংসে, ম্যাচে ঘুড়ে দাঁড়ায় মুম্বাই। তবে তিলক ভার্মা ২৫ করে আহত হয়ে মাঠ ছাড়লে আবারো ধাক্কা খায় মুম্বাই। এরপর পান্ডিয়া ১৬ বলে অপরাজিত ২৮ রান করলেও, শেষ ওভারে ২২ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই। ৪ ম্যাচে এটি মুম্বাইর তৃতীয় পরাজয়, লখনৌর সমান ম্যাচে দ্বিতীয় জয়।      

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2