রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সা

ফাইল ছবি
স্প্যানিশ লা লিগায় আজ (শনিবার) রাতে মাঠে নামছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত সোয়া ৮টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার এবং রাত ১টায় বার্সেলোনা খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে।
লা লিগায় ২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৩০তম রাউন্ডে বার্সেলোনার ম্যাচটি কঠিন, কারন তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৬ষ্ট স্থানে থেকে ইউরোপা লিগে খেলার জন্য লড়ে যাচ্ছে। যদিও বার্সার জন্য সুবিধা হচ্ছে নিজেদের মাঠে খেলবে তারা। তাছাড়া লা লিগায় শেষ ৬ ম্যাচেই জয় পেয়েছে তারা। তবে রিয়াল বেতিসও কম যায় না। শেষ ৬ ম্যাচে তারারও টানা জয় পেয়েছে। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হচ্ছে হ্যান্স ফ্লিকের দলকে।
এদিকে শেষ ৬ ম্যাচে ৪টিতে জয় পেলেও একটিতে পরাজয় এবং একটিতে ড্র করে, ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। যদিও হোম ম্যাচে পয়েন্ট টেবিলে ১৬তম স্থানে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেতে সমস্যা হবার কথা নয় রিয়ালের। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসুয়াস জুনিয়ররা দারুন ফর্মে থাকায় মাদ্রিদ জায়ান্টরা সহজেই জয় পাবে আশা করা যায়। ২৯ রাউন্ড শেষে লা লিগায় এই মৌসুমে ২৫ গোল করে টপ স্কোরার বার্সেলোনার রবার্টো লেভেন্ডোভস্কি। ২২ গোল করে নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে দারুন খেলে যাচ্ছেন এমবাপ্পে। তবে ২৪ ম্যাচে ১০ গোল করে এই রেসে পিছিয়ে পড়েছেন ভিনিসুয়াস।
বিভি/এসজি
মন্তব্য করুন: