উন্নত চিকিৎসায় দেশের বাইরে যাচ্ছেন তামিম ইকবাল

ছবি: তামিম ইকবাল
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। হৃদরোগের জটিলতা কাটিয়ে গেলো ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম ইকবাল। তখনই জানা যায়, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে।
এক সপ্তাহের বেশি সময় নিজ বাড়িতে অবস্থানের পর শনিবার (৫ এপ্রিল) তার বিদেশ যাওয়ার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই বিদেশে যাবেন তামিম।
বিভি/এমআর
মন্তব্য করুন: