আইপিএলে টানা তৃতীয় জয় গুজরাট টাইটান্সের

মোহাম্মদ সিরাজের বোলিং নৈপুণ্যের পর শুভমান গিলের ক্যাপ্টেন্স নকে চলতি আইপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে গুজরাট টাইটান্স। রবিবার (৬ এপ্রিল) রাতে হায়দারাবাদ সানরাইর্জের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যমাত্রা ২০ বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে টপকে যায় গুজরাট।
রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দারাবাদের বিপক্ষে গুজরাটের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে বাঁ-হাতি স্পিনার সাই কিশোর জ্বলে ওঠেন। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫২ রানের পূঁজি পায় গত আসরের রানার্সআপরা। ৩৪ বলে সর্বাধিক ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। সিরাজ চার ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়ে আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন। প্রসিধ ২৫ রানে, কৃষ্ণা ২৪ রানে দুটি করে উইকেট পান।
জবাবে গুজরাটের সাই সুদর্শন পাঁচ রান এবং জশ বাটলার কোনো রান না করে ফেরেন। তৃতীয় উইকেটে শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর ৫৬ বলে ৯০ রানের জুটি গড়ে দলকে টেনে নেন। সুন্দর ২৯ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪৯ করে আউট হন। চতুর্থ উইকেটে গিল ও শের্ফান রাদারফোর্ড অবিচ্ছিন্ন থেকে ১৭তম ওভারের চতুর্থ বলে দলের জয় নিশ্চিত করেন। গিল ৪৩ বলে ৯ চারে ৬১, রাদারফোর্ড ১৬ বলে ছয় চার ও এক ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। চার ম্যাচে তিন জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে ১০ দলের টেবিলে দুইয়ে উঠেছে গুজরাট। সমান খেলায় দুই পয়েন্ট নিয়ে হায়দারাবাদ যথারীতি তলানিতে।
বিভি/এআই
মন্তব্য করুন: