ড্র করে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে লিওনেল মেসিকে খেলালেন কোচ হাভিয়ের মাচ্চেরানো। গোল করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। মায়ামিও টরন্টো এফসির বিপক্ষে ১-১ এ ড্র করে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠেছে।
ফ্লোরিডায় ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (৭ এপ্রিল) সকালে মাঠে গড়ায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ম্যাচটি। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় টরন্টো এফসি। গোলদাতা জুভেন্টাসে খেলা ইতালির সাবেক উইঙ্গার ফেদেরিকো বের্নারদেস্কি। তিন মিনিটের মধ্যে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান মেসি। ডি-বক্সের মাথায় বল পেয়ে ডান পায়ে তা থামিয়ে বাঁ-পায়ের ভলিতে বল জালে পাঠান ৩৭ বছরের আর্জেন্টাইন অধিনায়ক।
এবারের এসএলএস-এ এটি মেসির চার ম্যাচে তৃতীয় গোল। আর ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্লোরিডার ক্লাবটিতে তার গোল হলো ৪৪টি। আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৮৫৬টি। সমতার প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। জয়হীন টরোন্টো সাত ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।
বিভি/এসজি




মন্তব্য করুন: