গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদমুখর দেশের ক্রিকেটাররাও

ছবি: মুশফিকুর রহিম (বায়ে) ও মাহমুদুল্লাহ্ রিয়াদ (ডানে)
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও নিরীহ মানুষদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সারা বিশ্ব। ইসরাইলি বর্বর হত্যাযজ্ঞের বিপক্ষে জাগ্রত হয়েছে বিশ্ব বিবেক। সেখানে ফিলিস্তিনিদের পক্ষে নিয়ে ইসরাইলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ মুখর হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
২০২৩ সাল থেকে ফিলিস্তিন ও গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ২০ হাজার শিশুসহ ৫০ হাজার ফিলিস্তিনি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পৃথিবীর শান্তিকামী মানুষজন এই মানবিক বিপর্যয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন।
ফাস্ট বোলার নাহিদ রানা আগের দিন ফেসবুকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’
সোমবার (৭ এপ্রিল) মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানরা ফিলিস্তিনের পক্ষে নিজেদের সহমর্মিতা প্রকাশ করেছেন। তাসকিন লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’
মুশফিক রহিম লিখেছেন, ‘হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহায়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো।’
মাহমুদউল্লাহ রিয়াদ আল্লাহর একাধিক গুণবাচক নাম উল্লেখ করে ফিলিস্তিনিদের রক্ষা এবং বিজয় অর্জনের জন্য দোয়া করেছেন। পেসার শরিফুল ইসলাম আল কোরআনের আয়াত উদ্ধৃত করে লিখেছেন, যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। ফিলিস্তিনিরা আমাদের ভাই, ওদের জন্য দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন।
বিভি/এমআর
মন্তব্য করুন: