ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ বছর পর ব্যাঙ্গালুরুর জয়

মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে আইপিএলে তৃতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সোমবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর ৫ উইকেটে ২২১ রানের জবাবে ৯ উইকেটে ২০৯-এ শেষ হয় মুম্বাইয়ের ইনিংস। এই মাঠে প্রায় ১০ বছর পর জিতলো ব্যাঙ্গালুরু।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ ২০১৫ সালে মুম্বাইয়ের বিপক্ষে জয় পাওয়া ব্যাঙ্গালুরু টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ফিল সল্টকে হারায়। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কাল ৯১ রানের জুটি গড়েন। পাড়িক্কাল ২২ বলে ৩৭, কোহলি ৪২ বলে ৬৭ করে ফেরেন। এরপর অধিনায়ক রজত পাতিদারের ৩২ বলে ৬৪ এবং জিতেশ শর্মার ১৯ বলে অপরাজিত ৪০ রানে ২০ ওভার শেষে ৫ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।
তিন মাস পর ক্রিকেটে ফেরা জাসপ্রিত বুমরাহ চার ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়া দুইটি করে উইকেট পান। জবাবে রোহিত শর্মা ও রায়ান রিকেল্টন সমান ১৭, উইল জ্যাক্স ২২ ও সূর্যকুমার যাদব ২৮ করে ফেরেন। পঞ্চম উইকেটে তিলক ভার্মা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৮৯ রানের জুটি গড়েন। তিলক ২৯ বলে ৫৬, হার্দিক ১৫ বলে ৪২ করে আউট হলে ৯ উইকেটে ২০৯ পর্যন্ত যেতে পারে মুম্বাই। কুনাল পান্ডিয়া ৪৫ রানে চার উইকেট নেন। চার ম্যাচে ব্যাঙ্গালুরুর তৃতীয় জয়ের বিপরীতে মুম্বাইয়ের পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার।
বিভি/এসজি
মন্তব্য করুন: