রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির পথে আর্সেনাল

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দু'দলের প্রথম লেগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধে ডেকলাইন রাইস দুই ফ্রিক থেকে দুই গোল করার পর মিকেল মেরিনো ব্যবধান বাড়ান।
এমিরেটস স্টেডিয়ামের চেনা আঙ্গিনায় শুরু থেকেই রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। রেকর্ড ১৫ বার ইউরোপ সেরার ট্রফি জেতা মাদ্রিদ জায়ান্টরা প্রথমার্ধে সমানে-সমানে লড়াই করতে পারলেও দ্বিতীয়ার্ধে খেই হারায়। ৫৮ মিনিটে ডেকলান রাইস ফ্রি-কিকে গোল করে এগিয়ে নেন গানারদের। বুকায়ো সাকাকে ফাউল করেছিলেন দাভিদ আলাবা। ৭০ মিনিটে সাকাকেই ফাউল করে হলুদ কার্ড দেখা এদুয়ার্দো কামাভিঙ্গা ছিটকে যান ফিরতি লেগ থেকে। এবারও ফ্রি-কিকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।
ডিফেন্ডিং চ্যাম্পিয়রা ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। কিন্তু ৭৫ মিনিটে মিকেল মেরিনো আর্সেনালকে তৃতীয় গোল উপহার দিয়ে রিয়াল শিবির স্তব্ধ করে দেন। বাকি সময়ে তোমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। আগামী বুধবার রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে হবে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। চ্যাম্পিয়ন্স লিগে ২০০৬ সালে আরেকবার দেখা হয়েছিলো দুই দলের। দ্বিতীয় রাউন্ডের সে লড়াইয়ে রিয়ালের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতে ঘরের মাঠে ফিরতি লেগ গোলশূন্য ড্র করেছিলো গানাররা।
বিভি/এআই
মন্তব্য করুন: